img

বলিউডের আলোঝলমলে পেছনের কাহিনী সবসময় স্পটলাইটের মতো সরল নয়। নায়িকাদের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব কিংবা ক্যাটফাইট নতুন কিছু নয়। সম্প্রতি সেই রঙিন ইতিহাসে নতুন বিতর্ক তৈরি করেছেন অনন্যা পান্ডে, যখন তিনি সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাটকে ‘সুযোগসন্ধানী’ বলার একটি পোস্টে লাইক দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিতর্কের সূত্রপাত আলিয়া ভাটের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। সেখানে তিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘হক’ সিনেমার জন্য ইয়ামি গৌতমকে প্রশংসা করে নিজেকে তার ফ্যান হিসেবে উল্লেখ করেন। এতে নেটিজেনদের একাংশ মনে করেন, ‘ধুরন্ধর’ সিনেমায় কাজ পাওয়ার উদ্দেশ্যেই আলিয়া এই প্রশংসা করেছেন।

রণবীর সিংয়ের সঙ্গে আলিয়ার সম্পর্ক সত্ত্বেও ‘ধুরন্ধর’-এর রিলিজের আগে বা পরে শুভেচ্ছা জানাননি তিনি। কিছু সূত্র বলছে, আলিয়ার সৎভাই রাহুল ভাটের ২৬/১১ হামলার অভিযুক্ত ডেভিড হেডলির সঙ্গে সম্পর্কের কারণে তিনি ওই পোস্ট করেননি। তবে ছবির ব্যবসায়িক সাফল্য নিশ্চিত হওয়ার পর আলিয়া শুভেচ্ছা জানান, যা নেটিজেনদের চোখে ‘সুযোগসন্ধানী’ হিসেবে দেখা হয়।

এই প্রসঙ্গে ভাইরাল হওয়া একটি পোস্টে আলিয়ার কটাক্ষে ‘সুযোগসন্ধানী’ বলা হয়েছে এবং সেখানে লাইক দিয়েছেন অনন্যা পান্ডে। 

জানা গেছে, বর্তমানে আলিয়া ও অনন্যার মধ্যে ভালো সম্পর্ক নেই। গত বছর ফিল্মফেয়ার ওটিটি অনুষ্ঠানে অনন্যাকে দেখেও আলিয়া তাকে উপেক্ষা করেছিলেন, এমনকি ভিকি কৌশলকেও পাশ কাটিয়ে যান। নেটিজেনদের মতে, সে কারণেই অনন্যা এই পোস্টে লাইক দিয়েছেন।

এই বিভাগের আরও খবর